কমল হাসান এখন ব্যস্ত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ নিয়ে। শুরু থেকেই তামিল ভাষার এই শো সঞ্চালনার দায়িত্ব পালন করে আসছেন কমল। এখন চলছে এই ষষ্ঠ সিজন। এই শোর সঞ্চালনার সঙ্গে ‘ইন্ডিয়ান ২’ ছবির শুটিংও করছিলেন তিনি। ছবিটি পরিচালনা করছেন শঙ্কর। ছবিতে তাঁর সঙ্গে আরও দেখা যাবে সিদ্ধার্থ, কাজল আগরওয়াল, রাকুলপ্রীত সিংকে।
চলতি মাসের শুরুতে জন্মদিন পালন করেন কমল হাসান। তখন তিনি জানিয়েছিলেন, দীর্ঘ ৩৫ বছর পর মনিরত্নমের সঙ্গে তিনি জুটি বাঁধতে চলেছেন। তাঁরা একসঙ্গে ‘কেএইচ ২৩৪’ ছবিতে কাজ করবেন। ২০২৪ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
কমল হাসানের সবশেষ ছবি ‘বিক্রম’। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল ছবিটি। ২০২৫ সালে এই ছবির সিকুয়েল ‘বিক্রম ২’ মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সেই ছবিতেও দেখা যাবে কমল হাসানকে।
প্রথম আলো