নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের নব-নিযুক্ত কমিশনার ইসমাইল হোসেন সিরাজীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।
আজ রোববার (২৭ নভেম্বর) বেলা ১২টায় রাজশাহী চেম্বারে ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সহ-সভাপতি সুলতান মাহমুদ, পরিচালক সাজ্জাদ আলী, আব্দুল গাফফার, মোস্তাফিজুর রহমান, রিয়াজ আহমেদ খান, সাদরুল ইসলাম।
এসময় রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দ ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা বলেন।