ঢাকাসোমবার , ২৮ নভেম্বর ২০২২

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নভেম্বর ২৮, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ । ১৮০ জন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১ টায় আরএমপি সদরদপ্তরে অক্টোবর ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আরএমপি‘র  পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।
অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।
May be an image of 7 people and people standing
অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Paris
Paris