ঢাকাসোমবার , ২৮ নভেম্বর ২০২২
  • অন্যান্য

ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালকের সাথে রাজশাহী চেম্বারের মতবিনিময়

নভেম্বর ২৮, ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ । ১৬২ জন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম এর সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ২০২১-২০২৩ দ্বিবার্ষিক কমিটির পরিচালনা পর্ষদ এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ নভেম্বর ২০২২) বেলা ১১টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বোর্ড রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান রিংকু ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান পরিচালনার সময় ব্যবসায়ীগণ যেন কোন প্রকার হয়রানির শিকার না হন সে বিষয়টি তুলে ধরেন।

পাশাপাশি পর্ষদের অন্যান্য পরিচালকগণ ও ব্যবসায়ী সমিতির নেতাগন তাদের নিজ নিজ সমিতির পক্ষে বক্তব্য রাখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো)  ফজলে এলাহী ও সহকারী পরিচালক মোঃ হাসান আল-মারুফ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, পরিচালক মোঃ ফরিদ উদ্দিন, মোঃ সাদরুল ইসলাম, মোঃ আব্দুল গাফফার এবং মোঃ মোস্তাফিজুর রহমান।

May be an image of 10 people and people standing

বিভিন্ন ব্যবসায়ী সমিতি থেকে উপস্থিত ছিলেন, রেস্তোরা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ এর সাধারন সম্পাদক মোঃ মতিউল হক টিটো, রাজশাহী বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সেলিম রেজা, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি শ্রী অশোক সাহা, পাদুকা সমিতির সভাপতি মোঃ শফিকুর রহমানপ্রমুখ ।

Paris
Paris