নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী শিক্ষাবোর্ডে এবছর দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে। এই দু’টি শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী জেলার পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায়।
শিক্ষাপ্রতিষ্ঠান দু’টিতে পরীক্ষার্থী ছিল মাত্র তিনজন। তারা সবাই ফেল করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- দুর্গাপুর উপজেলার ‘যুগিশো চীনিকা গালস হাই স্কুল’। এই স্কুলে দু’জন পরীক্ষার্থী। আর পুঠিয়া উপজেলার ‘তারাপুর হাই স্কুল’। এই স্কুলে একজন পরীক্ষার্থী ছিল।
রাজশাহী শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান জানান, ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হবে। ফলাফলের বিষয়ে জানতে চাওয়া হবে।