নিজস্ব প্রতিবেদক:
হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে “Meeting with job providers” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সার্বিক সহযোগিতায় ‘চেম্বার বোর্ড রুমে” দিনের আলো হিজরা সংঘের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি মো. সুলতান মাহমুদ সুমন, পরিচালক সাদরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, সাধারন সম্পাদক মিস. সাগরিকা, সহ-সাধারণ সম্পাদক মিস. জয়িতা পলি।
বিভিন্ন রেস্তোরা ব্যবসায়ী সমিতি থেকে উপস্থিত ছিলেন, রেস্তোরা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান, অতিথির হোটেল এর স্বত্বাধিকারী মো. আইনুল হক, এসকে ফুড এর মো. সহিদুল ইসলাম (পান্না), ফ্লেভার্স ক্যাফের এর রেজাউল হাসান আহমেদ, মুঘল’স বারবিকিউ এর কামরুল হাসান, দারুচিনি চাইনিজ এর আবু তাহের, পার্টি পয়েন্টের ম্যানেজার মোঃ আফজাল, হেঁশেল এর সোনিয়া খাতুন প্রমুখ।