নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পর্ষদের মূলতবীকৃত ৬ষ্ঠ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় চেম্বার বোর্ড রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু এর সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চেম্বার জামে মসজিদের ইমাম মোঃ আতিকুর রহমান।
সভায় সভাপতির নির্দশক্রমে আয়-ব্যয় হিসাব পর্যালোচনা এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন পরিচালকমোঃ ফরিদ উদ্দিন, মোঃ শাহাদৎ হোসেন, মোঃ সাদরুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, রিয়াজ আহমেদ খান, মোঃ মাসুম সরকার, মোঃ আসাদুজ্জামান রবি এবং সচিবালয়ের সচিব মোঃ মুয়াক্ষেরুল হুদা ও সহকারী সচিব মোঃ আব্দুল্লাহ আল ইয়াসিন।