ঢাকাবুধবার , ৩০ নভেম্বর ২০২২
  • অন্যান্য

শেষ ষোলোয় উঠতে আর্জেন্টিনাকে আজ যা করতে হবে

নভেম্বর ৩০, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ । ১৩১ জন

‘ডি’ গ্রুপ থেকে ফ্রান্স দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে দুই ম্যাচ খেলেই। আজ ‘সি’ ও ‘ডি’ গ্রুপ থেকে নকআউট পর্বের বাকি তিনটি দলের নামও জানা যাবে।

আজ মুখোমুখি

পোল্যান্ড-আর্জেন্টিনা

সৌদি আরব-মেক্সিকো

আর্জেন্টিনা-পোল্যান্ডের সামনে যে সমীকরণ
সি গ্রুপে দলগুলোর অবস্থান

শেষ ষোলোর সমীকরণ

• পোল্যান্ডকে হারালেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরব-মেক্সিকো ড্র করলে পোলিশদের সঙ্গে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে যাবে আর্জেন্টাইনরা। সৌদিরা জিতলে আর্জেন্টিনাকে জিততেই হবে, মেক্সিকো জিতলে ও আর্জেন্টিনা ড্র করলে আসবে গোল পার্থক্যের হিসাব।

• আর্জেন্টিনার বিপক্ষে ১ পয়েন্ট পেলেই দ্বিতীয় রাউন্ডে যাবে পোল্যান্ড। হেরে গেলে সৌদি আরব-মেক্সিকো ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে পোলিশদের, ম্যাচটি ড্র হলে কিংবা মেক্সিকো জিতলেও শেষ ষোলোতে যেতে পারে লেভার দল।

• মেক্সিকোকে হারালেই দ্বিতীয় রাউন্ডে উঠবে সৌদি আরব। আর্জেন্টিনা হেরে গেলে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে যেতে পারে সৌদিরা।

• মেক্সিকোকে শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে পোল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের দিকে। সে ক্ষেত্রে আর্জেন্টিনা হারলে কপাল খুলবে মেক্সিকানদের। আর্জেন্টিনা জিতলে কিংবা ড্র করলে, সৌদিদের হারিয়েও গোলের হিসাব করতে হবে মেক্সিকোকে।

প্রথম আলো