ঢাকামঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২
  • অন্যান্য

‘বেশরম রং’-এ কোন দীপিকা

ডিসেম্বর ১৩, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ । ১০৬ জন

বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’। এই ছবি দিয়ে চার বছর পর আবারও পর্দায় ফিরছেন ‘বলিউড বাদশা’। শেষ দুটি সিনেমা ফ্লপ হওয়ার পর অভিনয় থেকে একরকম বিরতিই নিয়েছিলেন তিনি।
শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ হতে যাচ্ছে সম্ভবত সেই ধরনের সিনেমা, আগে দেওয়া সাক্ষাৎকারে সে ধরনের সিনেমা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। দিন কয়েক আগে গানের পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দীপিকা। কারণ, ‘পাঠান’-এর গান ‘বেশরম রং’-এ তাঁকে দেখা গেছে খোলামেলা অবতারে। অবশেষে আজ সোমবার সকালে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত গানটি। চলুন, ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক ‘বেশরম রং’।

গানের পোস্টার শেয়ার করে শাহরুখ খান লেখেন, ‘সময় এসে গেছে “বেশরম রং”-এর’

গানের পোস্টার শেয়ার করে শাহরুখ খান লেখেন, ‘সময় এসে গেছে “বেশরম রং”-এর’

গানে দীপিকাকে দেখা গেছে সোনালি মনোকিনিতে

গানে দীপিকাকে দেখা গেছে সোনালি মনোকিনিতে

এই প্রথম পুরোপুরি অ্যাকশন ঘরানার হিন্দি সিনেমা করেছেন অভিনেত্রী

‘বেশরম রং’-এর শুটিং হয়েছিল স্পেনে
‘পাঠান’ ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে

‘পাঠান’ ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে
প্রথম আলো