‘বাজিরাও মাস্তানি’, ‘রামলীলা’ থেকে ‘পদ্মাবৎ’—গত কয়েক বছরে দীপিকা পাড়ুকোনকে দেখা গেছে বিভিন্ন ঐতিহাসিক সিনেমায়। এর বাইরে ‘ছপাক’-এ করেছেন অ্যাসিড সন্ত্রাসের শিকার হওয়া এক নারীর চরিত্র। বছর দুই আগে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভবিষ্যতে তিনি একটু ‘হালকা’ ধরনের চরিত্রে অভিনয় করতে চান। কারণ, ঐতিহাসিক চরিত্রের জন্য দীর্ঘ শারীরিক ও মানসিক প্রস্তুতি লাগে। আপাতত নিজেকে এই প্রক্রিয়া থেকে কিছুটা বিরাম দিতে চান।