শাহমখদুম জোন অফিস শাহমখদুম থানা ও এয়ারপোর্ট থানা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক। আজ মঙ্গলবার সকাল ১০টায় শাহমখদুম জোন অফিস ও শাহমখদুম থানা বেলা ১২টায় পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি পুলিশি সেবা নিশ্চিত করতে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সকলের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: নূরে আলম, সহকারী পুলিশ কমিশনার (পিওএম) সুকুমার মোহন্ত, অফিসার ইনচার্জ (এয়ারপোর্ট) মো: মশিউর রহমান, অফিসার ইনচার্জ (শাহমখদুম) মো: মেহেদী হাসান-সহ অন্যান্য কর্মকর্তারা।