ঢাকাবুধবার , ১৪ ডিসেম্বর ২০২২
  • অন্যান্য

এবার নোরার নামে পাল্টা মামলার হুশিয়ারি জ্যাকুলিনের আইনজীবীর

ডিসেম্বর ১৪, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ । ১৩৩ জন

বলিউড সেনসেশন জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে দিল্লির আদালতে মানহানির মামলা করেছেন আরেক অভিনেত্রী নোরা ফাতেহি। নোরার করা মানহানির মামলা নিয়ে এবার মুখ খুলেছেন জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাটিল। দিলেন ‘পালটা মামলা’ করার হুমকিও।

২০০ কোটি টাকার আর্থিক ঘুসের মামলায় সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে নাম জড়িয়েছেন অভিনেত্রী জ্যাকুলিন। তবে এ ঘটনায় নোরা ফাতেহিও জড়িত বলে অভিযোগ শ্রীলংকার এ সুন্দরীর। আর এ কারণেই ক্ষুব্ধ হয়ে মামলা ঠুকে দিলেন নোরা।

নোরার দাবি- জ্যাকুলিন নিজে দুর্নীতিতে জড়িয়ে ক্যারিয়ার নষ্ট করছে, কিন্তু আমাকে এই নোংরামির মধ্যে জড়াচ্ছে কেন?

জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাটিল বলেন,  ‘জ্যাকলিন কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার সামনে নোরাকে নিয়ে কোনো মন্তব্য করেননি। বরং ইডির তদন্তের বিষয়ে কথা বলা তিনি বারবার এড়িয়ে চলছেন। এখনও তিনি আইনের পবিত্রতা বজায় রেখে চলার চেষ্টা চালাচ্ছেন। যেহেতু বিষয়টি তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাই মিডিয়ার সামনেও এ নিয়ে কথা বলা এড়িয়ে যাচ্ছেন তিনি।

নোরার করা মানহানির মামলা বিষয়ে আইনজীবী বলেন, নোরার করা মামলার কোনো কপি আমাদের হাতে আসেনি। যখনই আমাদের কাছে আসবে কোনো কাগজ বা আদালতের কোনো নির্দেশ, আমরাও পাল্টা আইনি ব্যবস্থা নেব।’

পাটিল আরও বলেন, আমার মক্কেলের অনেক সম্মান রয়েছে নোরার ওপরে। আমার তো মনে হয়েছে কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

পাটিল বলেন, ‘যদি জ্যাকুলিনকে কোনো আইনি ঝামেলায় টানা হয়, তা হলে মর্যাদা ধরে রাখতে তিনিও আইনি ব্যবস্থাই নেবেন।’

সম্প্রতি আইনজীবী মারফত প্রকাশ্যে আসে জ্যাকুলিনের এক বয়ান। যেখানে তিনি জানিয়েছেন, সুকেশের থেকে অনেক তারকাই উপহার নিয়েছেন। তাদের মধ্যে নোরা ফাতেহিও আছেন। শুধু একাই তাকে কেন দোষারোপ করা হচ্ছে?

আর এতেই ক্ষুব্ধ হয়ে জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা করেছেন নোরা। নায়িকার দাবি, জ্যাকুলিনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। সুকেশের সঙ্গে তার কোনো লেনদেন ছিল না। উপহারও নেননি। অকারণে তাকে হেনস্তা করতে চাইছেন জ্যাকুলিন।

যুগান্তর