ঢাকাবুধবার , ১৪ ডিসেম্বর ২০২২
  • অন্যান্য

বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ, ১০ ইরানি ড্রোন ভূপাতিতের দাবি

ডিসেম্বর ১৪, ২০২২ ৫:১১ অপরাহ্ণ । ১৩৭ জন

ইউক্রেনের রাজধানী কিয়েভে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার ভোরে এ বিস্ফোরণের আগে এয়ার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।

এদিকে কিয়েভে ইরানের তৈরি ১০টি শাহেদ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো এই দাবি করেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, এদিন ভোরের আলো ফোটার আগে কিয়েভের কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ওলেক্সি গনচারেঙ্কো নামের এক রাজনীতিক জানিয়েছেন, তিনি স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে তিনটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পান।

কিয়েভ শহরের প্রশাসন জানিয়েছে, ড্রোন হামলায় দুটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে এখনো জানা যায়নি।

কিয়েভের গভর্নর ওলেক্সি কুলেবা বলেন, ‘বিমান নিরাপত্তাব্যবস্থা কাজ করছে। বাসিন্দাদের এখন নিরাপদে থাকা উচিত। রাশিয়া এখন আমাদের জ্বালানিকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এত কিছু সত্যেও আমরা প্রতিদিনই শক্তিশালী হচ্ছি।’

কদিন আগেই রাশিয়া ও ইরানের সামরিক অংশীদারিত্ব নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, মস্কো ও তেহরানের সামরিক সহযোগিতা ইউক্রেনসহ পুরো দুনিয়ার জন্য হুমকি। এর মধ্যেই বুধবার ১০ ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করলো ইউক্রেন।

পশ্চিমা দেশগুলোর দাবি, ইরানের তৈরি ড্রোন নিয়ে ইউক্রেনের বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র থেকে ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ চাওয়ার পরই কিয়েভে বিস্ফোরণের এ ঘটনা ঘটল।

যুগা্ন্তর