ঢাকাবুধবার , ১৪ ডিসেম্বর ২০২২
  • অন্যান্য

শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা

ডিসেম্বর ১৪, ২০২২ ১:৪০ অপরাহ্ণ । ৯৪ জন

নিজস্ব প্রতিবেদক:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আজ সকালে নগরীর সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এরপর নগরীর টি-বাঁধ সংলগ্ন বাবলাবন বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা এবং দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Paris