ঢাকাবৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২
  • অন্যান্য

আরএমপি’র পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে মেধাবৃত্তি প্রদান

ডিসেম্বর ১৫, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ । ১০৯ জন

নিজস্ব প্রতিবেদক:
আরএমপি’র পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে মেধাবৃত্তি প্রদান করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় আরএমপি সদরদপ্তরে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২১  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এর পক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে ক্রেস্ট, সম্মাননা পত্র ও সম্মানী অর্থ প্রদান করেন।
পুলিশ কমিশনার মেধাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
২০২১ সনের জন্য আরএমপি হতে এইচএসসি পরীক্ষার্থী ৪১ জন ও এসএসসি পরীক্ষার্থী ২৯ জন মোট ৭০ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Paris