ঢাকাবৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২

আশা দেখিয়ে ফিরলেন লিটন-জাকির

ডিসেম্বর ১৫, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ । ১৩৫ জন

শ্রেয়াস আয়ারকে ফেরানো গিয়েছিল সকালেই। আশা ছিল ভারতকে অল্পতে অলআউট করারও।

কিন্তু সেটা চারশ রান ছাড়ানোর পর। প্রতিপক্ষকে অলআউট করার পর নিজেদের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ৫ রানেই হারিয়ে ফেলেছে দুই উইকেট।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। টস জিতে ব্যাট করতে নেমে ৪০৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। জবাবে চা বিরতি অবধি নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৩৭ রান করেছে বাংলাদেশ।

ইনিংসের একদম প্রথম বলেই আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ সিরাজে অফ স্টাম্পের সামান্য বাইরের বল শান্তর ব্যাটে লাগলে উইকেটের পেছনে বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন ঋষভ পন্থ। বাংলাদেশের ১৪তম উদ্বোধনী ব্যাটার হিসেবে টেস্টে গোল্ডেন ডাক মারেন শান্ত।

এরপর ক্রিজে এসে ইয়াসির আলিও থাকতে পারেননি। ব্যাটিং অর্ডারে উন্নতি পাওয়া এই ব্যাটার ১৭ বলে করেছেন ৪ রান। উমেশ যাদবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। এরপর দলের হাল ধরেছেন লিটন দাস ও অভিষিক্ত জাকির হাসান। পরে অবশ্য ফিরে গেছেন তারাও।- বাংলানিউজ