মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজশাহী জেলা পুলিশের আয়োজনে সন্ধ্যা সাড়ে ৭ টায় পুলিশ লাইনস ব্যাডমিন্টন খেলার মাঠে মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন রাজশাহীর রেঞ্জের সম্মানিত ডিআইজি মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ( প্রশাসন ও অর্থ) মো: রশীদুল হাসান,পিপিএম, অতিরিক্ত ডিআইজি ( অপারেশনস) নরেশ চাকমা ও অতিরিক্ত ডিআইজি ( ক্রাইম ম্যানেজমেন্ট) মুহাম্মদ সাইফুল ইসলাম।
সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার)।
এ সময় রাজশাহী রেঞ্জের অন্যান্য সিনিয়র অফিসারসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রতিযোগিতায় রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ২৭ টি টিম অংশগ্রহন করে । ফাইনাল খেলায় পুলিশ অফিস টিম-১ প্রতিপক্ষ ডিএসবি টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টে বেস্ট প্লেয়ার নির্বাচিত হয় পুলিশ অফিসে কর্মরত কনস্টেবল মো: রাজিব হোসেন।
পুরস্কার বিতরনী শেষে রাত সাড়ে ৮টায় পুলিশ লাইন্সে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।