ঢাকাবুধবার , ২১ ডিসেম্বর ২০২২
  • অন্যান্য

আরএমপির সাইবার ক্রাইম ইউনিট পরিদর্শনে আইজিপি

ডিসেম্বর ২১, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ । ১২৮ জন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট এবং ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে আরএমপির সদরদপ্তরে যান তিনি। এ সময় আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আইজিপিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

কুশল বিনিময় শেষে পুলিশ প্রধান আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের মাধ্যমে মহানগরের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেন।

May be an image of 11 people, people standing and indoor

এ সময় আইজিপির সঙ্গে ছিলেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।

পরিদর্শনকালে আইজিপি আরএমপির পুলিশ কমিশনারের গৃহীত সকল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পুলিশ কমিশনার আইজিপিকে ‘মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ’ বইটি উপহার দেন।

পরে আইজিপি আরএমপি সদর দপ্তরও পরিদর্শন করেন এবং রাজশাহীস্থ অন্যান্য পুলিশ ইউনিট ও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় অন্যান্যের মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহারসহ আরএমপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Paris