টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে রেলওয়ে পুলিশের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে। এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের উপজেলার হাতিয়া এলাকায় এই ঘটনা ঘটে। তারা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন।
নিহতরা হলেন- পাবনা জেলার সাথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে সাগর (৩৫) ও একই জেলার আহাম্মপুর গ্রামের লিয়াকতের ছেলে সজীব (৩৩)।
স্থানীয়রা জানান, গভীর রাতে সাগর ও সজীব প্রাইভেটকার যোগে পাবনা যাওয়ার পথে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় অজ্ঞাত এক বাস তাদের গাড়িটি ধাক্কা দেয়। এতে তাদের প্রাইভেটকারটি মহাসড়কের পাশে পড়ে যায়। পরে তারা প্রাইভেটকারটি উদ্ধারের চেষ্টায় রেললাইনের ওপর হাঁটাহাঁটি করার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হয়। পরে সকালে রেলওয়ে পুলিশ (জিআরপি) খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।