বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি লিওনেল মেসির। এরই মধ্যে পিএসজিতে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেছেন আর্জেন্টিনা অধিনায়ক। ফরাসি গণমাধ্যমের দাবি, আরও এক মৌসুম প্যারিস ক্লাবে থাকছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।
এবার পিএসজির সঙ্গে চ্যাম্পিয়নস লিগ জয়ে চোখ মেসির। এজন্য আরও একটি বছর তাদের সঙ্গে থেকে যেতে সম্মতি দিয়েছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। মানে ২০২৪ সালের জুন পর্যন্ত থাকবেন তিনি।
২০২১ সালে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেন মেসি। বর্তমান চুক্তি অনুযায়ী আগামী জুনে তার মেয়াদ শেষ হওয়ার কথা। তারপরই মেজর লিগ সকারের কোনও ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও মেসি সেসবে কান দিচ্ছেন না।
লা প্যারিসিয়ান ও আরএমসি স্পোর্ট রিপোর্ট করেছে, বিশ্বকাপ বিরতির পর পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসবেন মেসি। অবশ্য এখনও এ ব্যাপারে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি লিগ ওয়ান চ্যাম্পিয়নদের কাছ থেকে।
রাইজিংবিডি