জয়ের কাছে এসেও ঢাকা টেস্টে সফরকারী ভারতের কাছে হারতে হলো স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দলকে। ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ ভারতের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪৫ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৪৫ রান করেছিলো ভারত।
৭ উইকেটে ১৪৫ রান তুলে আজ চতুর্থ দিনের প্রথম সেশনে জয় নিশ্চিত করে ভারত। দলের পক্ষে রবীচন্দ্রন অশি^ন অপরাজিত ৪২ ও শ্রেয়াস আইয়ার অনবদ্য ২৯ রান করেন। ৩৪ রান করেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ৬৩ রানে ৫ উইকেট নেন।
এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলো ভারত। চট্টগ্রামে প্রথম টেস্ট ১৮৮ রানে জিতেছিলো ভারত।
সফরে এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ।
বাসস