ঢাকারবিবার , ২৫ ডিসেম্বর ২০২২

রাজশাহীতে বড়দিন পালিত

ডিসেম্বর ২৫, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ । ১২০ জন

নিজস্ব প্রতিবেদক:

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব ‘ক্রিসমাস’। বাংলায় ‘বড়দিন’। রোববার (২৫ ডিসেম্বর) দিনটিতে নানান আয়োজন রেখেছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সারাদেশের মতো রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হচ্ছে। দিনটিতে উৎসবের রঙে সেজেছে রাজশাহীর গির্জাগুলো। ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা, ফুল দিয়ে গির্জা সাজিয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা।

রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ জের্ভার রোজারিও বলেন, রাজশাহী মহানগরে ৩টি চার্চে বড়দিনের বিশেষ প্রার্থনা হয়েছে। বড়দিনে আগে টানা ৯ দিন আমাদের প্রার্থনা চলে। রোববার সকাল ৭টা ও ৯টায় বিশেষ দুইটি প্রার্থনা হয়। এবারের প্রার্থনায় দেশবাসীর জন্য বিশেষ চাওয়া থাকবে যেন সবাই ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন করতে পারি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি)। আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম বলেন, বড়দিন উপলক্ষে নগরীতে সব ধরনের অস্ত্র, আতশবাজি, পটকাসহ অন্যান্য ক্ষতিকারকদ্রব্য কেনা-বেচা, ব্যবহার ও বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।