রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নতুন পুলিশ কমিশনারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আজ বুধবার (২৮ ডিসেম্বর, ২০২২) সকাল সোয়া ১০টায় শাহ্ মখদুম বিমান বন্দরে সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)কে ফুলেল শুভেচ্ছা জানান আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন।
পরবর্তীতে পুলিশ কমিশনারকে পুলিশ অফিসার্স মেসে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি)সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর)মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মো: মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া)মো: আরেফিন জুয়েল-সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।