রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) দায়িত্ব গ্রহণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিলে দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর, ২০২২) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী গনগরীর সিএন্ডবি মোড়ে এ শ্রদ্ধা জানান তিনি।

এরপর তিনি সকল মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে আরএমপি পুলিশ লাইন্স স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন। পরবর্তীতে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ.এইচ.এম কামারুজ্জামানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জ্ঞাপনের পরে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আরএমপি পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: হাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।