ঢাকামঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩
  • অন্যান্য

রাজশাহী মেট্রোপলিটন উন্নয়ন পরিকল্পনা অনুমোদন

জানুয়ারি ৩, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ । ১৪৭ জন

রাজশাহী মেট্রোপলিটন উন্নয়ন পরিকল্পনা (আরএমডিপি ২০২২-২০৪১) অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (০২ জানুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সেই আপত্তি ও সুপারিশ বিবেচনা করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এ মহাপরিকল্পনা অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠিয়েছে উল্লেখ করে এতে বলা হয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের ধারা ১২ এর উপধারা (৫) এর বিধান অনুযায়ী সরকার এ মহাপরিকল্পনা অনুমোদন করলো।

এতে আরও বলা হয়েছে, ২০০৫ সালের ১৫ জুন জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশিত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এখতিয়ারাধীন ৩৬৪ দশমিক ১৯ বর্গকিলোমিটার এলাকার সাধারণ উন্নয়ন পরিকল্পনা এবং কার্যকরী মহাপরিকল্পনা রহিত করা হল। তবে রহিত করা সত্ত্বেও এর অধীন কৃতকার্য বা নেওয়া ব্যবস্থা বৈধ বলে গণ্য হবে।- বাংলানিউজ