ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
  • অন্যান্য

কোভিড পজিটিভ হয়েও সিডনি টেস্ট খেললেন রেনশ

জানুয়ারি ৪, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ । ১০৩ জন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টের সিরিজের শেষ ম্যাচে করোনা পজিটিভ হয়েও খেলছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাট রেনশ। ম্যাচ শুরুর আগে তিনি অসুস্থবোধ করলে র‌্যাপিড টেস্ট করানো হয়। সেখানে তার পজিটিভ আসে।

সিডনিতে বুধবার (৪ জানুয়ারি) থেকে শুরু হয় শেষ টেস্ট। রেনশ খেললেও দূরত্ব বজায় রেখেছেন সতীর্থদের থেকে। এখনকার নিয়মনুযায়ী করোনা পজিটিভ হলেও খেলতে বাধা নেই।

তবুও ৫ বছর পর ফেরা রেনশর দুর্ভাগ্য বলতেই হয়। সবশেষ তিনি টেস্টে অজিদের জার্সি গায়ে জড়িয়েছিলেন ২০১৮ সালে। ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।

‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ম্যাচের আগে অসুস্থবোধ করেন রেনশ। এ সময়েই তাকে স্কোয়াড থেকে আলাদা করা হয়। পরে র‌্যাপিড টেস্টে সে করোনা পজিটিভ হয়। সে ম্যাচে খেলবে।’- এভাবেই বলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র।

এই ম্যাচে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৪৭ ওভার। স্বাগতিক অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ১৪৭। ৫৪ রানে ক্রিজে আছেন উসমান খাজা। ৭৯ রানে আউট হন মার্নাস লাবুশেন। এছাড়া ১০ রান আসে ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। প্রোটিয়াদের হয়ে ২ উইকেট নেন অ্যানরিখ নর্কিয়ে।

রাইজিংবিডি