নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বেলা ১২টায় নগর ভবনের গ্রিনপ্লাজায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে রাজশাহী সিটি কর্পোরেশন।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৪০০ জনের হাতে কম্বল তুলে দেন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর মাধ্যমে রাজশাহী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ৪০০জন, উলামা কল্যান পরিষদের ১০০০ জন, দিনের আলো হিজড়া সংঘের ২০০জন, বিজয় প্রতিবন্ধী সংঘের ২০০জন ও কিশোর ফুটবল একাডেমির ২০০জনকে কম্বল প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। চলতি মাসে আরো দুটি শৈত্য প্রবাহ হতে পারে। মানুষের শীতের কষ্ট লাঘবে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সারাদেশে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। মানুষের প্রয়োজনে আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন উলামা কল্যান পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গণি, সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, রাজশাহী সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, জোন কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন প্রমুখ।