রেখা খাতুনের মা মরিয়ম বেগম বলেন, ‘আমার মেয়েকে আট বছর আগে ঈশ্বর্দীর বিল গাছা গ্রামে পারিবারিভাবে বিয়ে দেওয়া হয়। বিয়ের আগে থেকে তার মাথায় যন্ত্রণা ও শরীর জ্বালাপোড়া করতো।’
তিনি জানান, এক সপ্তাহ আগে মেয়েকে স্বামীর বাড়ি থেকে আনা হয়েছে। কয়েকদিন থেকে মাথার যন্ত্রণা ও শরীর জ্বালাপোড়া করছিল তার। এই রোগ নিয়ে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। এবার মাথার যন্ত্রণা ও শরীরের জ্বালাপোড়া সহ্য করতে না পেরে বাড়ির পাশের আম বাগানে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রেখা। তিনি এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানান তার মা।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।- কালের কণ্ঠ