ঢাকামঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩

আমির সিদ্ধান্ত বদলালে পাকিস্তানের হয়ে খেলতে পারবে: নাজাম শেঠী

জানুয়ারি ২৪, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ । ১৩৭ জন

রমিজ রাজার বোর্ডের বিরুদ্ধে বিষেদাগার করে আকস্মিক জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন ডানহাতি পেসার মোহাম্মদ আমির। রমিজ পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) এখন অতীত, বদলে গেছে অনেক কিছুই। সঙ্গে আমিরের জন্য খুলতে যাচ্ছে জাতীয় দলের দরজা।

পিসিবির বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠী খোদ ঘোষণা দিয়েছেন আমিরের জন্য পাকিস্তানের হয়ে খেলার সুযোগের কথা, ‘আমির পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবে যদি অবসর থেকে ফিরে আসে।’

ফিক্সিং কাণ্ডে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ২০২০ সালে আমির অবসরের ঘোষণা দেন। এরপর নানা সময়ে তৎকালীন পিসিবি চেয়ারম্যান রমিজ থেকে শুরু করে নির্বাচক প্যানেল নিয়ে কট্টর সমালোচনা করেছেন। নাজামও যেন আমিরের সুরে তাল মিলিয়েছেন।

গত ডিসেম্বরে দায়িত্ব পাওয়া বোর্ড প্রধান বলেন, ‘ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে আমি সব সময় শক্ত অবস্থান নিয়েছি। আমি বিশ্বাস করি যে কোনো দোষী সাব্যস্ত খেলোয়াড়কে রেহাই দেওয়া উচিত নয়, কিন্তু একই সাথে একজন খেলোয়াড়কে শাস্তি কাটানোর পর আন্তর্জাতিক ক্রিকেট পুনরায় খেলার অনুমতি দেওয়া উচিত।’

নাজাম আরো বলেন, ‘আমির মনে করে সে রমিজ, নির্বাচক প্যানেলসহ তৎকালীন বোর্ডের কাছ থেকে অন্যায় আচরণের শিকার হয়েছে। রমিজ মনে করে যে দুর্নীতি করেছে তার পাকিস্তানের হয়ে খেলার কোনো সুযোগ নেই। এটা আমার দর্শন নয়। আমি মনে করি যে কেউ শাস্তি ভোগ করার পর পাকিস্তানের হয়ে খেলতে পারবে।’

আমির পাকিস্তানের হয়ে ২৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন যথাক্রমে ১১৯, ৮১ ও ৫৯টি। সবশেষ ২০২০ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন। আবার কি আমিরকে দেখা যাবে দেশের জার্সিতে গতির ঝড় তুলতে?

রাইজিংবিডি