ঢাকাবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩

২০ মাস পর স্বস্তি কঙ্গনার

জানুয়ারি ২৫, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ । ১০০ জন

তাকে ভালোবাসতে পারেন কিংবা ঘৃণা করতে পারেন; কিন্তু কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কেননা বলিউডে নিজের সমসাময়িক অভিনেত্রীদের চেয়ে তার প্রাপ্তির ঝুলি একটু বেশিই সমৃদ্ধ।

চারবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার বগলদাবা করেছেন পাঁচবার, এছাড়া রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী থেকে ফোর্বস-সেরা তারকার তালিকায় জায়গা করে নেওয়া; তার এতো অর্জন অস্বীকার করা সম্ভব নয়।

বলা হচ্ছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের কথা। ঠোঁটকাটা স্বভাবের মানুষ হিসেবে পরিচিত তিনি। তাই হরহামেশাই থাকেন বিতর্কে, সমালোচনায়। সোশ্যাল হ্যান্ডেলে অনবরত বিস্ফোরক মন্তব্য করার কারণে একাধিকবার হারিয়েছেন অ্যাকাউন্ট।

২০২১ সালের মে মাসে কঙ্গনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় মাইক্রোব্লগিং সাইট টুইটার। কারণ প্ল্যাটফর্মটির নীতি ভঙ্গ করে বেশ কিছু টুইট করেছিলেন। দীর্ঘ ২০ মাস পর নিজের অ্যাকাউন্টটি ফিরে পেয়েছেন অভিনেত্রী। মঙ্গলবার (২৪ জানুয়ারি) টুইট করেই সুখবরটি ভাগাভাগি করেন অনুসারীদের সঙ্গে।

কঙ্গনা বলেছেন, ‘হ্যালো সবাইকে, এখানে ফিরে আসাটা সুন্দর।’ এরপর নিজের নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’র একটি ঝলক শেয়ার করে জানিয়েছেন, ছবিটির শুটিং শেষ হয়েছে।

কঙ্গনার ফিরে আসায় আনন্দিত তার অনুসারীরাও। অনেকেই মন্তব্য করেছেন, এবার থেকে টুইটারে মজা পাবেন তারা। কেউ কেউ অবশ্য তার লাগামহীন কথাবার্তার দিকে ইঙ্গিত করে খোঁচাও মেরেছেন।

হ্যাশ-কোকেনের নেশা জলভাত, না পেলেই উপর থেকে ঝাঁপ মারতে চাইতেন ড্রাগ  অ্যাডিক্ট কঙ্গনাউল্লেখ্য, কঙ্গনা রনৌতের নতুন ছবি ‘ইমার্জেন্সি’ নির্মিত হচ্ছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী অবলম্বনে। এতে ইন্দিরার চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুধু অভিনয় নয়, ছবিটি পরিচালনাও করেছেন কঙ্গনা। এতে তার সঙ্গে আছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মাহিমা চৌধুরী, মিলিন্দ সোমন প্রমুখ। আগামী ২০ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।

সূত্র: ইন্ডিয়া টুডে ও বাংলাট্রিবিউন