ঢাকাসোমবার , ৩০ জানুয়ারি ২০২৩

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম শিরোপা জিতল ভারত

জানুয়ারি ৩০, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ । ১০৪ জন

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় শেফালিরা।

রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড-ভারত। এদিন আগে ব্যাটিংয়ে নেমে তিতাস সাধু, আর্চানা দেবি, পারশাভি চোপড়াদের বোলিং তোপে ১৭.১ ওভারে ৬৮ রানে অলআউট হয় ইংল্যান্ড।

টার্গেট তাড়ায় ৩৬ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে ভারত।

ফাইনালে হারলেও আসরজুড়ে অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক গ্রেস স্ক্রিভেন্স। আসরের দ্বিতীয় সর্বোচ্চ ২৯২ রানের পাশাপাশি বল হাতে ৯ উইকেট পেয়েছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।

টুর্নামেন্টে সাত ম্যাচে ৯৯ গড়ে সর্বোচ্চ ২৯৭ রান করেছেন ভারতের ওপেনার শ্বেতা সেহরাওয়াত। তিনটি ফিফটি করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৯২ রানের।

বোলিংয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ার ১৫ বছর বয়সী পেসার ম্যাগি ক্লার্ক। পাঁচ ম্যাচে তার শিকার ১২ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নেওয়া ১৫ রানে ৩ উইকেট তার সেরা বোলিং।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ১৭.১ ওভারে ৬৮ রান।

ভারত: ১৪ ওভারে ৬৯/৩ রান।

ফল: ভারত অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অব দ্য ম্যাচ: তিতাস সাধু

প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: গ্রেস স্ক্রিভেন্স