রবিবার, মার্চ ২৬, ২০২৩
Homeরাজশাহী প্রতিদিনরাজশাহীআরএমপি ট্র্যাফিক ও ডিবি অফিস পরিদর্শনে আরএমপি কমিশনার

আরএমপি ট্র্যাফিক ও ডিবি অফিস পরিদর্শনে আরএমপি কমিশনার

আজ বুধবার সকালে  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক ও ডিবি অফিস পরিদর্শন করেছেন আরএমপি পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম ও উপ-পুলিশ পুলিশ কমিশনার (ট্র্যাফিক)অনির্বান চাকমা ট্র্যাফিক অফিসে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আল মামুন ডিবি অফিসে পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান।
May be an image of 6 people, people standing, military uniform and text that says 'ট্রাফিক মেট্রোপলিটন পুলিশ বিভাগ রাজশাহী রাজশাহী'
এসময় পুলিশ পুলিশ কমিশনারকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স)মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) শারমিন আকতার চুমকি, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) মো: আরিফুল ইসলাম-সহ আরএমপি ট্রাফিক ও ডিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ সংবাদ

No posts to display