নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা ও মহানগর পুলিশ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে। এসময় গ্রেপ্তারকৃত কয়েকজনের থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশ ১১ জন ও মহানগর পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে। গেল ২৪ ঘন্টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের মধ্যে গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ৪ জন, বাগমারা থানা ১ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ১ জনকে গ্রেপ্তার করে। যার মধ্যে ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি। ৭ জনকে মাদকদ্রব্যসহ ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তারমধ্যে তানোর থানা পুলিশ শ্রীমতি কুসুম বালা, সরেশ মুর্মু ও শ্রী মিলন বাস্কীকে ৩৮ লিটার চোলাইমদ, সোবাহান মন্ডলকে ৫০ গ্রাম গাঁজা, আফজাল হোসেনকে ১৮ পিচ ইয়াবা, রাকিব ও তাজমিরাকে ১০ গ্রাম হেরোইন ও ১০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম বলেন, অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। নগরীর থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১ জন ও কাশিয়াডাঙ্গা থানা ১ জনকে গ্রেপ্তার করা হয়।
যারমধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি। ৩ জনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত থেকে ২৬ দশমিক ২৫ গ্রাম হেরোইন, ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।