রাজশাহী সফরে এসেছেন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহধর্মিণী মিসেস রাশিদা খানমসহ পরিবারের সদস্যরা। শনিবার(০৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তারা সার্কিট হাউজে পৌঁছেন। এ সময় রাজশাহী জেলা ও বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মঈনুল হোসেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল জানান, তিনদিনের সফরে রাজশাহী এসেছেন রাষ্ট্রপতির সহধর্মিণীসহ পরিবারের সদস্যরা। তারা নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। তিনি জানান, সার্কিট হাউজে সাময়িক অবস্থান শেষে রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা পুলিশ একাডেমি সারদা, পুঠিয়া রাজবাড়ীসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মহোদয়ের সহধর্মিণী রাশিদা খানম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার রাত ৮টায় রাজশাহী সার্কিট হাউজে সৌজন্য সাক্ষাৎকালে জনাব রাশিদা খানম-কে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র মহোদয়। এ সময় মেয়রপত্নী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী, জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, জামাতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।- ডেস্ক রিপোর্ট