নিজস্ব প্রতিবেদক:
‘গ্রাহক বান্ধব আইসিবি স্বচ্ছতার প্রতিচ্ছবি’ এই শ্লোগানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড রাজশাহী শাখার স্থানান্তরিত শাখা অফিস উদ্বোধন এবং বিনিয়োগকারী অংশীজনের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চেয়ারম্যান প্রফেসর ড. মো. কিসমাতুল আহসান। সভায় সভাপতিত্ব করেন, আইসিবি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজু মাহমুদা আক্তার, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমান, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ মাজেদা খাতুন।
সভায় বিনিয়োগকারীগণস্বতঃস্ফূর্ত অংশগ্রহণপূর্বক পুঁজিবাজারের বর্তমান মন্দাবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে অভিমত ব্যক্ত করা হয়। বিনিয়োগকারীগণেরপ্রদত্ত মতামত ও পরামর্শসমূহের ভিত্তিতে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আলোচ্য বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনাপূর্বক প্রয়োজনে নীতি নির্ধারণী মহলে তুলে ধরবেন বলে অভিমত ব্যক্ত করেন।