সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (সরকারের সাবেক অতিরিক্ত সচিব) সালমা আখতার জাহান রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সঙ্গে বাজার সম্পর্কিত মতবিনিময় সভায় মিলিত হন। রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় অনুষ্ঠিত সভায় রাজশাহী চেম্বার সভাপতি মাসুদুর রহমান রিংকু তাকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় রাজশাহী শহরের ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত কার্যক্রম, প্রতিযোগিতা আইন ২০১২ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, পরিচালক শাহাদাৎ হোসেন, সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, আব্দুল গাফফার, আসাদুজ্জামান রবি, মোস্তাফিজুর রহমান, রাজশাহী চেম্বারের সচিব মুয়াক্ষেরুল হুদা, সহকারী সচিব আব্দুল্লাহ আল ইয়াসিন, তরুণ উদ্যোক্তা উম্মে হামিদা শিখা ও দেলোয়ারা সাঈদা।