ঢাকাসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩

রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ২০

ফেব্রুয়ারি ৬, ২০২৩ ২:০১ অপরাহ্ণ । ১০৬ জন

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার ভোর রাত পর্যন্ত রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেও আটক করে।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশের অভিযানে গোদাগাড়ী মডেল থানা ৪ জন, বাগমারা থানা ৪ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ৪ জন ও বাঘা থানা ৬ জনকে আটক করে। যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ৮ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানা পুলিশ সাদিকুল ইসলামকে (৫২) ৩০গ্রাম গাঁজাসহ আটক করে। বাগমারা থানা পুলিশ সাদেক আলীকে (৪৬) ২৫লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ উজ্জল মন্ডল (৩৮) ও কালাম শাহকে (৫৩) ৫১গ্রাম গাঁজাসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী গোদাগাড়ী থানা এলাকা থেকে আমির সিরাজী উরফে বাবুকে (৪০) ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়ছে।

Paris