ঢাকাসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩

শিশুকে হত্যার অভিযোগে সৎ মা গ্রেফতার

ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ । ৯৯ জন

রাজধানীর হাজারীবাগ এলাকায় ঘুমন্ত শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে সৎ মাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রেশমা খাতুন। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সায়দুল হক ভূঁইয়া গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। গতকাল দুপুরে স্বামী মাহবুল ইসলামের সঙ্গে ঝগড়া করে ফাহিম ইসলাম (৮) নামে শিশুকে হত্যা করেন রেশমা।

হাজারীবাগ থানার ওসি সায়দুল হক জানিয়েছেন, রেশমার আরও একটি বিয়ে হয়েছিল। আগের ঘরে তার একটি মেয়ে আছে। রেশমার বর্তমান স্বামী মাহবুলের আগের স্ত্রীর সন্তান ফাহিম ইসলাম। বিয়ের সময় শর্ত ছিল-তারা দুজন মিলে ছেলেমেয়ে লালন পালন করবেন।

ওসি আরও জানান, রেশমার স্বামী সন্দেহ করতেন যে রেশমা তার আগের স্ত্রীর ছেলেকে ভালোবাসেন না। রেশমা না থাকলে ফাহিমকে এ বিষয়ে জিজ্ঞাসা করতেন। বিষয়টি জানতে পেরে রেশমা স্বামীর ওপর রাগ করেন।

গতকাল দুপুরে ছেলেকে মাদরাসা থেকে বাসায় এনে খাবার খাওয়ান। ঘুমিয়ে পড়লে ফাহিমকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন তিনি। পরে পুলিশ গিয়ে রেশমাকে গ্রেফতার করে নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।

বিডি প্রতিদিন

Paris