নিজস্ব প্রতিবেদক:
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু এর নেতৃত্বে কবর জিয়ারত এবং চেম্বার জামে মসজিদে বাদ যোহর বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, এ.বি.এম হাবিবুল্লাহ (ডলার), হারুন-উর-রশিদ, মো. আসাদুজ্জামান রবি, মো. মোস্তাফিজুর রহমান, মো. মতিউল হকসহ চেম্বার সচিবালয়ের সচিব মুয়াক্ষেরুল হুদা ও সহকারী সচিব আব্দুল্লাহ আল ইয়াসিন।