ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩

আন্তজার্তিক বাণিজ্য মেলা বিষয়ে আলোচনা সভা

ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ণ । ১২৮ জন

নিজস্ব প্রতিবেদক
আন্তজার্তিক বাণিজ্য মেলা’-২০২৩ রাজশাহীর বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনিয়ে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি Conferece & Exhibition Management Service Ltd. ( SEMS) এর নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলামসহ একটি প্রতিনিধি দল রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন । এসময় আন্তজার্তিক বাণিজ্য মেলা ছাড়াও রাজশাহী ব্যবসা সম্প্রসারণ বিষয়ে নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়। এসময় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান রিংকু’র নেতৃত্বে রাজশাহী চেম্বারের পরিচালক মোস্তাফিজুর রহমান ছাড়াও চেম্বার পরিচালনা পর্ষদ ও SEMS এর প্রতিনিধিদল পদ্মা নদীর ধারে লালনশাহ মুক্ত মঞ্চের পশ্চিমে মাঠ পরিদর্শন করেন।