ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩

এইচএসসিতে বোর্ড সেরা রাজশাহী

ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ । ১০৫ জন

নিজস্ব প্রতিবেদক:

এইচএসসি পরীক্ষায় ফলাফলে বোর্ড সেরা রাজশাহী জেলা। রাজশাহী শিক্ষাবোর্ডের অধিনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ফলাফলে পাস ও জিপিএ-৫ প্রাপ্তির দিকে সর্বোচ্চ স্থানে এই জেলা। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে।

রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের আটটি জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রাজশাহী জেলা। এই জেলার পরীক্ষার্থী ছিল ২৪ হাজার ৭৪৫ জন। উত্তীর্ণ হয়েছে ২১ হাজার ৭০৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৬২৪ জন। পাসের হার ৮৭ দশমিক ৭৩ শতাংশ। ছেলের পাসের হার ৮৫ দশমিক ৪৬ শতাংশ এবং ৯০ দশমিক ৬৬ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে এ জেলায়। এছাড়া নওগাঁ জেলার পরীক্ষার্থী ছিল ৯ হাজার ৯৪৭ জন। উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৫৯৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪১ জন। পাসের হার ৭৬ দশমিক ৩৩ শতাংশ। ছেলের পাসের হার ৭০ দশমিক ০১ শতাংশ এবং ৭৬ দশমিক ৩৩ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে এ জেলায়।

নাটোর জেলার পরীক্ষার্থী ছিল ১০ হাজার ৯১১ জন। উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৭৫৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪২৭ জন। পাসের হার ৮০ দশমিক ২৩ শতাংশ। ছেলের পাসের হার ৭৫ দশমিক ৪৯ শতাংশ এবং ৮৫ দশমিক ৬৫ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে এ জেলায়। নওগাঁ জেলার পরীক্ষার্থী ছিল ১১ হাজার ৭১০ জন। উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ১১২ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১০৪ জন। পাসের হার ৭৭ দশমিক ৮১ শতাংশ। ছেলের পাসের হার ৭২ দশমিক ৯০ শতাংশ এবং ৮৩ দশমিক ১৯ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে এ জেলায়।

পাবনা জেলার পরীক্ষার্থী ছিল ১৭ হাজার ১৫৫ জন। উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৭৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১০৫ জন। পাসের হার ৮০ দশমিক ৬ শতাংশ। ছেলের পাসের হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ এবং ৮৪ দশমিক ৯১ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে এ জেলায়। সিরাজগঞ্জ জেলার পরীক্ষার্থী ছিল ২১ হাজার ৯০১ জন। উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার ৪৮৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৩৩ জন। পাসের হার ৭৯ দশমিক ৮৫ শতাংশ। ছেলের পাসের হার ৭৬ দশমিক ৫৭ শতাংশ এবং ৮৩ দশমিক ৪৫ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে এ জেলায়।

বগুড়া জেলার পরীক্ষার্থী ছিল ২৪ হাজার ৫৫৭ জন। উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৭৯১ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১০৪ জন। পাসের হার ৮৪ দশমিক ৬৬ শতাংশ। ছেলের পাসের হার ৮১ দশমিক ০৯ শতাংশ এবং ৮৮ দশমিক ৮১ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে এ জেলায়। জয়পুরহাট জেলার পরীক্ষার্থী ছিল ৫ হাজার ৭৭৪ জন। উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ২০৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৬১৭ জন। পাসের হার ৭২ দশমিক ৮৩ শতাংশ। ছেলের পাসের হার ৬৭ দশমিক ৬৪ শতাংশ এবং ৭৭ দশমিক ৭৯ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে এ জেলায়।

রাজশাহী শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান বলেন, রাজশাহী জেলা এবার এইচএসসি) ও সমমান পরীক্ষায় ভালো ফলাফল করেছে শিক্ষার্থীরা। সেই হিসেবে পাস ও জিপিএ-৫ প্রাপ্তি বেড়েছে। এটা অনেক ভালো খরব।

প্রসঙ্গত, রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী।

 

Paris