ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্ক-সিরিয়ায় নিহতদের স্মরণে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ । ৭৯ জন

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়—‘৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।’

সোমবার স্থানীয় সময় ভোরে তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

Paris