ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩

সব বোর্ডে পাসের হার ৮৬ শতাংশের বেশি

ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১১:৩১ পূর্বাহ্ণ । ১১৭ জন

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সব বোর্ডে পাসের হার ৮৬ শতাংশের কিছু বেশি। গতবার এসএসসি ও সমমানে মোট পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। বুধবার সকালে শিক্ষা প্রশাসনের একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল তুলে দেয়া হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জানা গেছে, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেন। গত ৬ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলে ২২ ডিসেম্বর পর্যন্ত। -দৈনিক শিক্ষা