ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩

কটাক্ষের শিকার জাহ্নবী

ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ । ১০৯ জন

বলিউডে ‘স্বজনপ্রীতি’ বা ‘নেপোটিজম’ নিয়ে বিতর্ক অনেকদিন ধরেই। বলা হয়ে থাকে, তারকাদের সন্তানরা ইন্ডাস্ট্রির ভেতরের মানুষ। সিনেমার ব্যাপারে বরাবরই তারা বিশেষ সুবিধা পান। কিন্তু বলিউডে অভিষেকের শুরু থেকেই নানান কটূক্তির মুখে পড়তে হয়েছে প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে।

‘ধড়ক’ অভিনেত্রীর দাবি, বাবা-মায়ের নাম ভাঙ্গিয়ে কখনো কাজ পাননি তিনি। কিন্তু তারপরও প্রতি মুহূর্তে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাতকারে সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন জাহ্নবী।

Janhvi Kapoor Oozes Oomph In Animal-print Co-ord Set, Check Out The Diva's  Hot And Sultry Pictures

সাক্ষাতকারে ‘গুঞ্জন সাক্সেনা’ অভিনেত্রী বলেন, সোশ্যাল হ্যান্ডেলে যখন কোন বেনামী ব্যক্তি বলেন, ‘অভিনয় পারো না তো করো কেন, নেপোকিড?’  তখন সত্যিই খুব কষ্ট লাগে। কারণ, একটি কাজের পিছনে একজন আর্টিস্ট কি পরিমাণ পরিশ্রম করেন তা কেউ বিবেচনা করে না। বরং ভুল ধরতেই ব্যস্ত থাকে। তবে হ্যাঁ, কেউ যদি কাজ দেখে বিবেচনা করে বলে, ‘মিলি’তে তুমি ভালো ছিলে, কিন্তু অন্য ছবিতে তোমার অভিনয়ের উন্নতি করতে হবে’, তাহলে আমি সেটাকে সম্মান করি। কেননা দর্শক ভালো কাজ দেখার আশা করলে আর্টিস্ট হিসেবে আমি তা করার চেষ্টা করবো।

এর আগে এক সাক্ষাতকারে জাহ্নবী জানিয়েছিলেন, ‘আমি হাড়ভাঙা পরিশ্রম করি, কারণ বাবা-মা’র মুখ উজ্জ্বল করতে চাই। তবে আমি নিজের কাজটা ভালোবাসি। আমি ধীরে ধীরে বুঝেছি আমাকে নিজের কাজটা এনজয় করতে হবে। আমি চেষ্টা করি সবসময় নিজের সেরাটা দিতে, যাতে আমার দিকে কেউ আঙুল তুলতে না পারে’।

২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মধ্য দিয়ে অভিষেক করেছিলেন। পরবর্তীতে তাকে দেখা যায় ‘গুঞ্জন সাক্সেনা’তে। যেখানে তার অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন এই অভিনেত্রী। এছাড়াও ‘মিলি’ ও ‘গুড লাক জেরি’তেও বিশেষ নজর কেড়েছেন এই অভিনেত্রী।

সূত্র: বলিউড লাইফ ও চ্যানেল আই