নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোসা. খাদিজা (১৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর কাদিরগঞ্জের ডলফিন ক্লিনিকের সামনে এই ঘটনা ঘটে। নিহত খাদিজা তানোরের চন্দনকৌটা এলাকার আব্দুল খালেকের মেয়ে। এই ঘটনায় ট্রাক চালক রাজপাড়া থানার গোরস্থানপাড়ার শুকুর আলীর ছেলে ভাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছ, বোয়ালিয়া থানাধীর কাদিরগঞ্জ ডলফিন ক্লিনিকের সামনে মোটরসাইকেল আরোহী মোসা. খাদিজাকে বহনকরা মোটরসাইকেলের সাথে ব্যাটারি চালিত অটোরিক্সা ধাক্কা লাগে। এতে খাদিজা রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় পেছন থেকে ছুটে আসা বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের (নম্বার রাজ মেট্রো – ট ১১-০৫৮৩) চাকায় পিষ্ট হন খাদিজা।
পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খাদিজার মরদেহ রামেক হাসপাতালের মরচ্যুয়ারিতে রাখা হয়েছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এই ঘটনায় ট্রাক চালকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে ড্রাম ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।