ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩

রাজশাহীতে ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ । ১১৯ জন

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে ৩১১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাবের সদস্যরা। বুধবার দিবাগত রাত ১০ টার দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালীর নওদাপাড়া স্কুল মোড় এলাকা থেকে ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন, নগরীর সুলতানাবাদ এলাকার বিশ্বজিতের ছেলে শুভম কুমার (২০) ওআনন্দ দাসের ছেলে পাপন দাস (১৯)।

বৃহস্পতিবার সকালে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পেরে নওদাপাড়া স্কুল মোড় এলাকায় চেকপোষ্ট বসায়। এসময় ১টি ইজিবাইক চেকপোষ্টের সামনে আসলে সেটি থামানোর জন্য সংকেত দেয়া মাত্রই তারা ইজিবাইক থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করে র‌্যাব।

পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে ৩১১ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

Paris