ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩

৯১ রানে অলআউট অস্ট্রেলিয়া, তিন দিনেই ইনিংস ব্যবধানে ভারতের জয়

ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ । ১০৪ জন

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে স্বপ্নের মতো শুরু হয়েছে ভারতের। নাগপুর টেস্টের তিন দিন না যেতেই অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইনিংস ব্যবধানে জয় নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৭৭ রানে অলআউট হয়। জবাবে ভারত করে ৪০০ রান। ২২৩ রানের লিড মাথায় নিয়ে খেলতে নেমে মাত্র ৯১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ইনিংস ও ১৩২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। ৪ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেলো ১-০ ব্যবধানে।

গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ৫ মাস পর ফেরা রবীন্দ্র জাদেজা। ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করে জয় এনে  দিয়েছেন দেশকে। প্রথম ইনিংসে ৫ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৭০ রান ও দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

দ্বিতীয় ইনিংসে যদিও অশ্বিনের স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি অজিরা। ৫ উইকেট নেন স্পিনার। জাদেজা ছাড়াও ২ উইকেট নেন মোহাম্মদ শামি। ১টি উইকেট নেন অক্ষর প্যাটেল।

অজিদের হয়ে একমাত্র লড়াই করে গেছেন স্টিভেন স্মিথ। তাকে আউট করতে পারেনি ভারতীয় বোলাররা। চারে নেমে ৫১ বলে ২৫ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। এ ছাড়া মারনাস লাবুশানে ১৭ ও ডেবিড ওয়ার্নার-অ্যালেক্স কারের ব্যাট থেকে আসে ১০ রান করে। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর পৌঁছাতে পারেননি।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৪৯ রান করেন লাবুশানে। এ ছাড়া স্মিথ ৩৭ ও কারে ৩৬ রান করেন। জাদেজা নেন ৫ উইকেট। ৩ উইকেট নেন অশ্বিন।

ব্যাটিং করতে নেমে রোহিত শর্মার সেঞ্চুরিতে ভিত গড়ে ভারত। তবে ১৬৮ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর জাদেজা-অক্ষর হাল ধরেন দলের। অক্ষর ৮৪ ও জাদেজা ৭০ রান করেন। শামিও কম যাননি, তার ব্যাট থেকে আসে ৩৭ রান। লেজের ব্যাটসম্যানদের দাপটে ভারত বড় লিড পায়। অজিদের হয়ে একাই ৭ উইকেট নেন অভিষিক্ত টড মারফি। ভারতের দেওয়া লিড টপকাতে গিয়ে একশর আগেই থেমে যায় অজিদের ইনিংস।

রাইজিংবিডি