ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩

জয়পুরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল ৫ জনের

ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ । ১৭২ জন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মালীপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন মারা গেছেন। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম। ওসি বলেন, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান।

নিহতদের মধ্যে রয়েছেন অটোচালকও আছেন। বাকি চারজন যানটির যাত্রী। আরও একজন আহত হয়ে হাসপাতালে আছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশায় করে কয়েকজন জয়পুরহাট থেকে ক্ষেতলাল যাচ্ছিলেন। মালিপাড়ায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে যানটির সংঘর্ষ হয়। এতে পাঁচজনের প্রাণহানি হয়।

Paris