ঢাকামঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩

এবার দক্ষিণী সিনেমায় জাহ্নবী

ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ । ৯৬ জন

বলিউডে পা রেখেছেন পাঁচ বছর আগে। ‘ধড়ক’ ছবির মধ্য দিয়ে ২০১৮ সালে বলিউডে যাত্রা শুরু করেন জাহ্নবী কাপুর। এবার বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী ছবিতে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী।  খুব শীঘ্রই তেলুগু ছবিতে কাজ করতে চলেছেন তিনি।

জানা গেছে, এনটিআর ৩০ ছবিতে ‘আরআরআর’ খ্যাত দক্ষিণী তারকা এনটিআর জুনিয়রের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। খুব শীঘ্রই ছবির জন্য ফটোশুটও করবেন মিলির এই অভিনেত্রী। এই ছবির পরিচালনায় আছেন দক্ষিণী তারকা কোরাতালা শিবার।

এর আগে ২০১৬ সালে ‘জনতা গ্যারাজ’ ছবিতে এই পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন এনটিআর জুনিয়র। তার প্রায় ৭ বছর পর ফিরছে সেই পরিচালক-অভিনেতা জুটি।  চলতি মাসের শেষের দিকে কাজ শুরু হবে নতুন ছবির। তবে জাহ্নবীর দক্ষিণী ছবিতে কাজ করার বিষয়ে কানাঘুষা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই।

এদিকে জাহ্নবী ছাড়াও কয়েকজন অভিনেত্রী ছিলেন ছবির নির্মাতাদের পছন্দের তালিকায়। সব দিক বিচার করে শেষপর্যন্ত বনি-কন্যাকেই চূড়ান্ত করেন ছবির পরিচালক ও প্রযোজক।

যুগান্তর