ঢাকাবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩

এশিয়ান র‍্যাংকিংয়ে শীর্ষে উঠলেন বাংলাদেশের ইমরানুর

ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ । ৭৬ জন

তিনদিন আগে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ইমরানুর রহমান।

কাজাখস্তানের আস্তানায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ানো এই অ্যাথলেট এবার এই ইভেন্টে এশিয়ান র‍্যাংকিংয়ে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন।

ইমরানুর রহমানের সঙ্গে যৌথভাবে এক নম্বরে আছেন চীনের বিংটেইন সু। তিনি বর্তমানে এশিয়ার রেকর্ডগড়া স্প্রিন্টার।

ইংল্যান্ডের আলো-বাতাসে বেড়ে ওঠা ইমরান দেশের জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তিনবার দ্রুততম মানব হয়েছেন। এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে এনেছেন অনন্য সাফল্য, যা আগে পারেননি বাংলাদেশের কোনো অ্যাথলেট।

জাগোনিউজ