ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩

এশিয়া কাপে ভারতের অংশ না নেওয়া নিয়ে যা বললেন শহীদ আফ্রিদি

ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ । ৮৬ জন

পাকিস্তান ২০২৩ সালে এশিয়া কাপের আয়োজক।  দেশটিতে এশিয়া কাপ হলে ভারত তাতে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে।  পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি বিশ্বাস করেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)  বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বোঝাতে পারবে না।

বিসিসিআই স্পষ্ট করেছে যে দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ রাজনৈতিক সম্পর্কের কারণে ভারতীয় দল পাকিস্তানে যাবে না।  প্রতিক্রিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পরবর্তীতে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে (ওডিআই) বিশ্বকাপ বয়কট করার হুমকি দেয়। খবর: টাইমস অব ইন্ডিয়ার।

আফ্রিদি মনে করেন, পাকিস্তানের পক্ষে এ অবস্থান ধরে রাখা সম্ভব নয়। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে আলোচনায় আফ্রিদির ব্যাখ্যা, ‘কেউ যখন নিজের পায়ে শক্ত করে দাঁড়াতে অক্ষম, তখন কোনো বিষয়ে শক্তিশালী সিদ্ধান্ত নেওয়াটা আসলেই অনেক কঠিন। এখানে অনেক বিষয় চলে আসবে। পাকিস্তানকে এগুলো ভাবতে হবে। ভারত এসব কথা বলার সাহস পাচ্ছে- কারণ তারা মনে করে তাদের পায়ের নিচে মাটি শক্ত। তারা নিজেদের শক্তিশালী করেছে। সে কারণেই তারা এভাবে কথা বলছে। দিনের শেষে শক্ত সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই নিজেকে শক্তিশালী বানাতে হবে।’

যুগান্তর